পার্বতীপুর টু নাটোর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

আপনারা নিশ্চয় ভালো আছেন? আজ আলোচনা করব পার্বতীপুর টু নাটোর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে। আশা করি সকল আর্টিকেল মনযোগ সহকারে পড়বেন। আপনার নিরাপদ ট্রেন ভ্রমনের জন্য আমরা আপনাকে পার্বতীপুর টু নাটোর ট্রেনের সময়সূচী সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা বাংলাদেশ রেলওয়ে থেকে সঠিক তথ্য নিয়ে আপনাদের মাঝে শেয়ার করে থাকি।

পার্বতীপুর টু নাটোর ট্রেনের সময়সূচী

পার্বতীপুর টু নাটোর ট্রেনের সময়সূচী আপনার জন্য খুবই গুরত্বপূর্ন। তাই আপনার কথা চিন্তা করে আমরা আপনার জন্য পরিশ্রম করে যাচ্ছি। ট্রেন ভ্রমনের পূর্বে পার্বতীপুর টু নাটোর ট্রেনের টিকিট সংগ্রহ করুন। ঘড়ে বসে অনলাইনে যে কোন সময় আপনে আপনার গন্তব্য স্থলের টিকিট সংগ্রহ করতে পারবেন। যদি সম্ভব না হয় তা হলে সরাসরি স্টেশনে গিয়ে টিকিট সংগ্রহ করুন। পার্বতীপুর টু নাটোর ট্রেনের সময়সূচী দেখে আপনার যাত্রার দিন নির্ধারন করুন। নাটোর টু পার্বতীপুর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা পেতে অনুসরন করুন।

{getButton} $text={ঢাকা টু নাটোর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা } $icon={preview} $color={Hex Color}

পার্বতীপুর টু নাটোর ট্রেনের সময়সূচী অনুসারে সকল আন্ত:নগর ট্রেন নিয়মিত চলাচল করে। তাই দয়া করে সময়মত স্টেশনে উপস্থিত হবেন। পরিবার পরিজন নিয়ে ট্রেন ভ্রমন করতে চাইলে সাবধানে ট্রেন ভ্রমন করিবেন। অসত লোকের কাছ থেকে দূরে থাকবেন। অপরিচিত ব্যাক্তির কাছ কোন জিনিস গ্রহন করিবেন না। ট্রেনে উঠার পর দয়া করে আপনার আসনে গিয়ে বসে পড়ুন। বাহিরের খাবার না খাওয়াই উচত।

পার্বতীপুর টু নাটোর ট্রেনের সময়সূচী

পার্বতীপুর টু নাটোর ট্রেনের সময়সূচী অনুসারে যে ট্রেন গুলো বর্তমানে নিয়মিত চলাচল করে তা হলো বরেন্দ্র এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, উত্তরা মেইল এবং রকেট মেইল। নিচে পার্বতীপুর টু নাটোর ট্রেনের সময়সুচী সহ আরও অন্যান্য তথ্য সহ দেওয়া হলো।


ট্রেনের নাম

বন্ধের দিন

ট্রেনের কোড

পার্বতীপুর পৌঁছে

নাটোর পৌঁছে

দ্রুতযান এক্সপ্রেস

নাই

৭৫৮

সকাল ১০.২৫

দুপুর ০১.৪০

সীমান্ত এক্সপ্রেস 

সোমবার

৭৪৮

রাত ০৮.০৫

রাত ১০.১০

পঞ্চগড় এক্সপ্রেস 

নাই

৭৯৪

বিকাল ০৩.০০

বিকাল ০৫.৩৬

তিতুমীর এক্সপ্রেস

বুধবার

৭৩৪

বিকাল ০৪.৩০

সন্ধা ০৭.৫০

নীলসাগর এক্সপ্রেস 

মঙ্গলবার

৭৬৬

রাত ০৯.২০

রাত ১২.১০

রুপসা এক্সপ্রেস

বৃহস্পতিবার

৭২৮

সকাল ০৯.৫৫

দুপুর ১২.৫২

একতা এক্সপ্রেস

নাই

৭০৬

রাত ১১.৫০

রাত ০৩.১৩

বরেন্দ্র এক্সপ্রেস

রবিবার

৭৩২

সকাল ০৬.৩৫

সকাল ০৯.৩৬

চিলাহাটি এক্সপ্রেস

শনিবার

৮০৬

সকাল ০৭.২০

সকাল ১০.০০

কুড়িগ্রাম এক্সপ্রেস

বুধবার

৭৯৮

সকাল ০৯.২৫

দুপুর ১২.১৭

বাংলাবান্ধা এক্সপ্রেস

শনিবার

৮০৪

দুপুর ১২.০০

বিকাল ০৩.৩৮

রকেট মেইল

নাই




উত্তরা মেইল

নাই




পার্বতীপুর টু নাটোর ট্রেনের ভাড়ার তালিকা

আশা পোর্বতীপুর টু নাটোর ট্রেনের সময়সূচী সম্পর্কে যথেষ্ট ধারনা পেয়েছেন। পার্বতীপুর স্টেশন থেকে কোন ট্রেন কখন ছাড়ে বা আসে তা উপরের ছক থেকে জেনে গেছেন। এখন নিচের ছক থেকে ট্রেনের ভাড়া সম্পর্কে জানতে পারবেন।


সিটের ধরন

ভাড়ার পরিমান

শোভন চেয়ার

১৭০ টাকা 

স্নিগ্ধা

৩২২ টাকা 

এসি সিট

৩৬৩ টাকা 

এসি বার্থ

৫৭৫ টাকা

মন্তব্য

আশা করি উপরের আলোচনা থেকে পার্বতীপুর টু নাটোর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে প্রাথমিক ধারনা পেয়েছেন। ট্রেন সম্পর্কিত যে কোন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগীতা করার চেষ্টা করছি মাত্র। পার্বতীপুর টু নাটোর ট্রেনের সময়সূচী অনুসারে আপনারা আপনার ট্রেনের সময়সূচী দেখে স্টেশনে উপস্থিত হবেন।


{getButton} $text={নাটোর টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা} $icon={preview} $color={Hex Color}

{getButton} $text={রাজশাহী টু নাটোর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা} $icon={preview} $color={Hex Color}

{getButton} $text={নাটোর টু পার্বতীপুর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা} $icon={preview} $color={Hex Color}

পার্বতীপুর টু নাটোর ট্রেনের সময়সূচী সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অবশ্যয় কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নিরাপদ ভ্রমনের জন্য ট্রেন হচ্ছে একমাত্র নিরাপদ ভ্রন যাত্রা। দয়া করে টিকিট কেটে আপনারা ট্রেন ভ্রমন করিবেন। অবৈধ ভাবে কাহারো কাছ থেকে টিকিট ক্রয় করিবেন না। আপনার যাত্রা শুভ ও নিরাপদ হউক। নাটোর টু পার্বতীপুর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা পেতে অনুসরন করুন।

আপনাদের কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: পার্বতীপুর স্টেশন থেকে নাটোর স্টেশন পর্যন্ত ট্রেনের ভাড়া কত? 

উত্তর: পার্বতীপুর  থেকে নাটোর স্টেশন পর্যন্ত সিট ভেদে ভাড়া আলাদা হয়ে থাকে। যেমন শোভন চেয়ারের ভাড়া ১৭০ টাকা, স্নিগ্ধা সিটের ভাড়া ৩২২ টাকা, এসি সিটের ভাড়া ৩৬৩ টাকা এবং এসি বার্থ সিটের ভাড়া ৫৭৫ টাকা।


প্রশ্ন: পার্বতীপুর স্টেশন থেকে ঢাকা স্টেশন পর্যন্ত কতটি ট্রেন নিয়মিত যাতায়াত করে? 

উত্তর: বর্তমানে পার্বতীপুর স্টেশন থেকে ঢাকা স্টেশন পর্যন্ত মোট ছয়টি আন্ত:নগর ট্রেন নিয়মিত চলাচল করে, যেমন চিলাহাটি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Boom Breast