রংপুর টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

আপনে যদি রংপুর থেকে বগুড়া স্টেশনে যেতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। কারন রংপুর টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে আলোচনা করা হবে। আমরা বাংলাদেশ রেলওয়ে থেকে সঠিক তথ্য নিয়ে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। আপনার জন্য রংপুর টু বগুড়া ট্রেনের সময়সূচী অত্যান্ত গুরত্বপূর্ণ বিষয়। তাই আমরা আপনাকে সঠিক তথ্য দিব। বগুড়া টু রংপুর ট্রেনের 🔍 সময়সূচী ও ভাড়ার তালিকা এখানেই পাবেন।

রংপুর টু বগুড়া ট্রেনের সময়সূচী

রংপুর টু বগুড়া ট্রেনের সময়সূচী অনুসারে এই রুটে যে সকল আন্ত:নগর ট্রেন নিয়মিত চলাচল করে সেই সকল ট্রেনের বিস্তারিত আলোচনা করা হবে। রংপুর থেকে বগুড়া স্টেশন পর্যন্ত দূরত্ব প্রায় ১১১.১ কিলোমিটার। আন্ত;নগর ট্রেনের যেতে সময় লাগবে প্রায় চার ঘন্টা

চল্লিশ মিনিট এর মত। তাই দয়া করে সিট নিয়ে ভ্রমন করার চেষ্টা করবেন। দশ দিন আগে থেকে অগ্রীম টিকিট ক্রয় করা যায়। তাই রংপুর টু বগুড়া ট্রেনের সময়সূচী দেখে আপনার টিকিট বুকিং দিয়ে রাখুন।



রংপুর টু বগুড়া ট্রেনের সময়সূচী অনুসারে প্রতিদিন দুটি ট্রেন আপনারা পাবেন। আমি মনে করি যাত্রীদের কথা চিন্তা করে এই রুটে আরও ট্রেন দেওয়া উচিত ছিল। আন্ত:নগর ট্রেন গুলো মানসন্মত হওয়াই যাত্রী সাধারন আরাম আয়েস করে ট্রেন ভ্রমন করতে পারে। আপনে যদি রংপুর টু বগুড়া প্রথম ট্রেন ভ্রমন করে থাকেন তাহলে আপনার জন্য আনন্দদায়ক হবে।

রংপুর টু বগুড়া ট্রেনের সময়সূচী 

রংপুর টু বগুড়া ট্রেনের সময়সূচী অনুসারে যে ট্রেন গুলো নিয়মিত চলে তা হলো দোলনচাঁপা এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস। এই দুটি ট্রেনের মধ্যে আপনে কোন ট্রেনে ভ্রমন করিবেন তা নিচে দেওয়া রংপুর টু বগুড়া ট্রেনের সময়সূচী দেখে নির্ধারন করে নিন।


ট্রেনের নাম

বন্ধের দিন

ট্রেনের কোড

রংপুর পৌঁছে

বগুড়া পৌঁছে

দোলনচাঁপা এক্সপ্রেস

নাই

৭৬৮

সকাল ১০.২৬

দুপুর ০২.৪০

রংপুর এক্সপ্রেস

রবিবার

৭৭২

রাত ০৮.১০ ছাড়ে

রাত ১১.১৯

রংপুর টু বগুড়া ট্রেনের ভাড়ার তালিকা

রংপুর টু বগুড়া ট্রেনের সময়সূচী সম্পর্কে ইতিমধ্যে আপনারা ধারনা পেয়েছেন। এখন রংপুর থেকে বগুড়া ট্রেনের ভাড়া সম্পর্কে জানাব। তাই দয়া করে পড়তে থাকেন। এই সাইটে ট্রেনের সিট প্লান সম্পর্কেও ধারনা পাবেন। আশা করি আপনাদের উপকারে আসবে।


সিটের ধরন

ভাড়ার পরিমান

শোভন 

১৩৫ টাকা

শোভন চেয়ার

১৬০ টাকা 

এসি বার্থ

৫৪৭ টাকা

প্রথম সিট

২৪২ টাকা 

স্নিগ্ধা

৩০৫ টাকা

মন্তব্য

আমরা সকলেই ট্রেন ভ্রমন করতে পছন্দ করি। তাই সবার আগে কোথাও যেতে চাইলে আগের ট্রেনের খোজ করে থাকি। রংপুর টু বগুড়া ট্রেনের সময়সূচী সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আপনারো কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনার নিরাপদ ভ্রমনের জন্য আমরা আপনাকে রংপুর টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগীতা করার চেষ্টা করছি মাত্র। বগুড়া টু রংপুর ট্রেনের 🔍 সময়সূচী ও ভাড়ার তালিকা এখানেই পাবেন।



রংপুর টু বগুড়া ট্রেনের সময়সূচী দেখে আপনার ট্রেনের সময়সূচী বের করে নিন। উপরে দেওয়া ট্রেনের ভাড়ার তালিকা এবং সিট প্লান দেখে আপনার সিট বুকিং দিয়ে ফেলুন। তাড়া তাড়ি সিট বুকিং না দিলে দেরি হয়ে গলে সিট নাও পেতে পারেন। আশা করি রংপুর টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা আপনাদের অনেক উপকারে আসবে। আপনার যাত্রা শুভ ও নিরাপদ হউক ধন্যবাদ।

আপনাদের কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: রংপুর থেকে ঢাকা পর্যন্ত রংপুর এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত? 

উত্তর: রংপুর থেকে বগুড়া পর্যন্ত রংপুর এক্সপ্রেস এর ভাড়া হলো শোভন চেয়ার ৬৩৫ টাকা, স্নিগ্ধা ১২১৪ টাকা এবং এসি বার্থ ২১৮০ টাকা।


প্রশ্ন: রংপুর এক্সপ্রেস কোথায় কোথায় যাত্রা বিরতী দেয়? 

উত্তর: রংপুর এক্সপ্রেস মোট ১৪ টি স্টেশনে যাত্রা বিরতি দেয়  যেমন ঢাকা, বঙ্গবন্ধু সেতু পূর্ব, নাটোর, সান্তাহার, তালোড়া, বগুড়া, সোনাতলা, বোনারপাড়া, গাইবান্ধা, বামনডাঙ্গা, পীরগাছি, কাউনিয়া এবং রংপুর স্টেশন।


প্রশ্ন: ট্রেনে উঠার পর আমি কি ভাবে আমার সিট খুঁজে বের করব? 

উত্তর; আপনে যে সিট ক্রয় করিবেন তার সর্ম্পর্ণ বর্ণনা আপনার টিকিটে লেখা থাকবে। যেমন উদাহরন স্বরুপ আপনার সিট নং যদি জ21 হয়ে থাকে তাহলে আপনাকে প্রথমে জ নং বগিতে যেতে হবে এবং ঐ বগিতে জ 21 নং সিট সিরয়িালে দেখতে থাকেন তাহলে আপনার সিটটি কুঁজে পাবেন। আর যদি কোন সমস্য হয় তাহলে ট্রেনে কর্তব্যরত স্টফদের সহযোগীতা নিবেন।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন