গাইবান্ধা টু কাউনিয়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

আশা করি আপনারা ভালই আছেন। আজকের আলোচনার বিষয় হলো গাইবান্থা টু কাউনিয়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে। যে সকল ট্রেন যাত্রীগন গাইবান্ধা থেকে কাউনিয়া স্টেশণ যাবেন তাদের জন্য এই পোস্টটি। আমরা বাংলাদেশ রেলওয়ে থেকে সঠিক তথ্য নিয়ে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। আশা করি এখানে দেওয়া সকল তথ্য সঠিক হবে।

গাইবান্ধা টু কাউনিয়া ট্রেনের সময়সূচী

গাইবান্ধা টু কাউনিয়া ট্রেনের সময়সূচী সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করা হবে। গাইবান্ধা স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী ট্রেন যোগে নিয়মিত চলাচল করে। তাই দিন দিন গাইবান্ধা স্টেশন জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে গাইবান্ধা স্টেশন আগের তুলনায়

আধুনিক হয়েছে। যাত্রীদের জন্য রয়েছে বিশ্রামাগার। যাত্রীদের বসার জন্য রয়েছে সুব্যাবস্থা। এখানে কর্মরত স্টাফদের আচরন অনেক ভালো। গাইবান্ধা টু কাউনিয়া ট্রেনের সময়সূচী জানতে হলে দয়াকরে এখানে দেওয়া সকল তথ্য পড়তে খাকেন।



গাইবান্ধা টু কাউনিয়া ট্রেনের সময়সূচী অনুসারে এই রুটে চলাচল কৃত সকল আন্ত:নগর ট্রেন নিয়মিত যাতায়াত করে। তাই প্রিয় ট্রেন যাত্রী আপনারা সঠিক সময়ে স্টেশনে হাজির হবেন। এখানে দেওয়া গাইবান্ধা টু কাউনিয়া ট্রেনের সময়সূচী দেখে ট্রেনে যাত্রা করার প্রস্তুতি গ্রহন করুন। কাউনিয়া টু গাইবান্ধা ট্রেনের 🔍 সময়সূচী ও ভাড়ার তালিকা পেতে অনুসরন করুন।

গাইবান্ধা টু কাউনিয়া ট্রেনের সময়সূচী 

গাইবান্ধা টু কাউনিয়া ট্রেনের সময়সূচী অনুসারে প্রতিদিন পাঁচটি আন্ত:নগর ট্রেন নিয়মিত চলাচল করে, যেমন লালমনি এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস , বুড়িমারী এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস। নিচে গাইবান্ধা টু কাউনিয়া ট্রেনের সময়সূচী নিচে দেওয়া হলো।


ট্রেনের নাম

বন্ধের দিন

ট্রেনের কোড

গাইবান্ধা পৌঁছে

কাউনিয়া পৌঁছে

লালমনি এক্সপ্রেস

শুক্রবার

৭৫১

ভোর ০৫.৪৮

সকাল ০৭.০০

দোলনচাঁপা একাসপ্রেস

নাই

৭৬৭

দুপুর ০১.৩৫

দুপুর ০২.৫৫

করতোয়া এক্সপ্রেস

বুধাবার

৭১৩

সকাল ১১.২৯

দুপুর ১২.৫০

রংপুর এক্সপ্রেস

সোমবার

৭৭১

বিকাল ০৫.২০

সন্ধা ০৬.২৯

বুড়িমারী এক্সপ্রেস

মঙ্গলবার

৮০৯

বিকাল ০৪.২৪

বিকাল ০৫.৩৬

গাইবান্ধা টু কাউনিয়া ট্রেনের ভাড়ার তালিকা

আপনে হয়তোবা গাইবান্ধা টু কাউনিয়া ট্রেনের সময়সূচী অনুসন্ধান করছেন? চিন্তার কোন কারন নেই নিচের ছক  থেকে ট্রেনের ভাড়া সম্পর্কে জানতে পারবেন। উপরে আলোচনা করেছি গাইবান্ধা টু কাউনিয়া ট্রেনের সময়ষূচী সম্পর্কে। এখন আলোচনা করব গাইবান্ধা টু কাউনিয়া ট্রেনের ভাড়া সম্পর্কে।


সিটের ধরন

ভাড়ার পরিমান

শোভন 

৭৫ টাকা

শোভন চেয়ার

৮৫ টাকা 

স্নিগ্ধা

১৬৭ টাকা

মন্তব্য

আশা করি গাইবান্ধা টু কাউনিয়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কি কোন দিধাদন্দ থাকলনা। যদি কোন প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি মনে করি আজকের এই পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনার নিরাপদ ট্রেন ভ্রমনে আমরা আপনাকে বিভিন্ন তথ্য  দিয়ে সহযোগীতা করছি মাত্র।



গাইবান্ধা টু কাউনিয়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত সকল ধরনের তথ্য আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে। যদি কোন তথ্য জানার থাকে তাহল কমেন্ট বক্সে লিখতে পারেন। ট্রেন ভ্রমন করার সময় কিছু সতর্কতা অবলম্ব করতে হবে। ট্রেনে কিছু অসাধু লোক থাকে তাদের কাছ থেকে সাবধান থাকবেন। আপনার যাত্রা শুভ ও নিরাপদ হউক ধন্যবাদ। কাউনিয়া টু গাইবান্ধা ট্রেনের 🔍 সময়সূচী ও ভাড়ার তালিকা পেতে অনুসরন করুন।

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: লালমনি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ? 

উত্তর: লালমনি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ হলো ঢাকা, বিমান বন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু পূর্ব, এস এইচ এম মুনছুর আলী, উল্লাপাড়া, বোরাল ব্রিজ, আজিম নগর, নাটোর, সান্তাহার, বগুড়া, সোনাতলা, বোনার পাড়া, গাইবান্ধা, বামন ডাঙ্গা, পিরগাছী, কাউনিয়া, তিস্তা জংশন এবং লালমনি স্টেশন।


প্রশ্ন: লালমনি এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন? 

উত্তর: লালমনি এক্সপ্রেস ৭৫১ নং ট্রেনটি প্রতি সপ্তাহে শুক্রবার বন্ধ থাকে এবং লালমনি এক্সপ্রেস ৭৫২ নং ট্রেনটি প্রতি সপ্তাহে শুক্রবার বন্ধ থাকে।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন