বগুড়া টু রংপুর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

আপনে যদি বগুড়া টু রংপুর ট্রেনের সময়সূচী অনুসন্ধানের জন্য এই সাইটে এসে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আপনে কি নতুন ট্রেন যাত্রা করতিছেন নাকি আগে থেকেই ট্রেন ভ্রমন করতেন? আপনার নিরাপদ ভ্রমনের জন্য আমরা বাংলাদেশে রেলওয়ে থেকে সঠিক তথ্য নিয়ে এই সাইটে প্রকাশ করা হয়েছে। আশা করি আপনারা সঠিক তথ্য পাবেন।

বগুড়া টু রংপুর ট্রেনের সময়সূচী

বগুড়া টু রংপুর ট্রেনের সময়সূচী অনুসারের এই রুটে যে ট্রেন গুলো নিয়মিত চলাচল করে তা সবগুলো ট্রেনের বিন্তারিত আলোচনা করা হবে। এই সাইটে প্রকাশিত সকল ধরনের তথ্য আপনার জন্য খুবই গুরত্বপূর্ণ। তাই দয়া করে সকল আর্টিকেল পড়তে থাকেন। 



বগুড়া টু রংপুর ট্রেনের সময়সূচী মেনে দটি আন্ত:নগর ট্রেন নিয়মিত চলাচল করছে। যেমন দোলনচাঁপা এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস। দোলনচাঁপা এক্সপ্রেস বগুড়া স্টেশন থেকে

রংপুর স্টেশন পর্যন্ত মোট ১০ টি স্টেশনে যাত্রা বিরতী দেয়। এবং রংপুর এক্সপ্রেস বগুড়া থেকে রংপুর স্টেশন পর্যন্ত মোট ৯ টি স্টেশনে যাত্রা বিরতী দেয়। নিচে বগুড়া টু রংপুর ট্রেনের সময়সূচী দেওয়া হলো।

বগুড়া টু রংপুর ট্রেনের সময়সূচী

বগুড়া টু রংপুর ট্রেনের সময়সূচী থেকে আপনার ট্রেনের সময়সূচী বের করে যাত্রার দিন নির্ধারন করে নিন। ট্রেনের কোড, ট্রেনের বন্ধের দিন সহ আরও অন্যান্য তথ্য নিচে তুলে দরা হলো। 


ট্রেনের নাম

বন্ধের দিন

ট্রেনের কোড

বগুড়া পেীছে

রংপুর পৌঁছে

দোলনচাঁপা এক্সপ্রেস

নাই

৭৬৭

সকাল ১১.৪৯

বিকাল ০৩.৪২

রংপুর পুরএক্সপ্রেস

সোমবার

৭৭১

বিকাল ০৩.৫৬

সন্ধা ০৭.১০

বগুড়া টু রংপুর ট্রেনের ভাড়ার তালিকা

বগুড়া টু রংপুর ট্রেনের সময়সূচী অনুসারে উপরে সকল ট্রেনের বর্ণনা দেওয়া হয়েছে। এখন আলোচনা করব বগুড়া টু রংপুরে ট্রেনের ভাড়া সম্পর্কে। ট্রেনের ভাড়া সম্পর্কে যদি কোন ধারনা না থাকে তাহলে নিচের ছকে দেওয়া তথ্য দেকে নিতে পারেন।


সিটের ধরন

ভাড়ার পরিমান

শোভন 

১৩৫ টাকা

শোভন চেয়ার

১৬০ টাকা 

এসি সিট

৩৬৩ টাকা

প্রথম সিট

২৪২ টাকা 

মন্তব্য

ট্রেন বাংলাদেশের জাতীয় সম্পদ তাই এই সম্পকে আমরা সবাই মিলে রক্ষা করি। বগুড়া টু রংপুর ট্রেনের সময়সূচী সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনার নিরাপদ ট্রেন ভ্রমনের জন্য আমরা সকল ধরনের তথ্য দিয়ে আপনাদের সহয়োগীতা করার চেষ্টা করব। আশা করি বগুড়া টু রংপুর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা আপনাদের অনেক উপকারে আসবে।



বগুড়া টু রংপুর ট্রেনের সময়সূচী দেখে আপনারা আপনার ট্রেনের সময়সূচী খুজে নিন। আগে থেকে ট্রেন ভ্রমনের প্রস্তুতি গ্রহন করতে হবে। আপনে যদি টিকিট ক্রয় না করে থাকেন তাহলে খুব তারাতাড়ি আপনার গন্তব্য স্থলের টিকি সংগ্রহ করুন। আপনার যাত্রা নিরাপদ এবং আনন্দের হউক  ধন্যবাদ। 

আপনাদের কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: বগুড়া থেকে রংপুর যেতে কত সময় লাগে? 

উত্তর: বগুড়া থেকে রংপুর স্টেমন যেতে প্রায় পনে চার ঘন্টা সময় লাগে। দোলনচাঁপা এক্সপ্রেস বগুড়া স্টেশন থেকে ১১.৫৪ মিনিটে ছাড়ে এবং রংপুর স্টেশনে ০৩.৪২ মিনিটে পৌঁছে।


প্রশ্ন: অগ্রীম টিকিট কিখাবে কাটব? 

উত্তর: বর্তমানে অগ্রীম টিকি বুকিং দেওয়া অতি সহজ। এখন আর স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট ক্রয় করতে হবে না। ১০ দিন আগে  থেকে অগ্রীম টিকিট সংগ্রহ করা য়ায়। ঘড়ে বসে মোবাইলের মাধ্যমে তাদের নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে আপনার ভোটার আইডি দিয়ে রেজি: করতে হবে। তার পর মোবাইল দিয়ে যে কোন সময় যে কোন স্টেশনের টিকি ক্রয় করতে পারবেন।


প্রশ্ন; বগুড়া থেকে রংপুর স্টেশনের দূরত্ব কত? 

উত্তর: বগুড়া থেকে রংপুর স্টেশনের দূরত্ব প্রায় ১০৭.৫ কিলোমিটার। বগুড়া থেকে রংপুর পর্যন্ত ১০ টি স্টেশনে আন্ত;নগর ট্রেন যাত্রা বিরতী দেয়।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন