আজকের আলোচনার বিষয় হল লালমনিরহাট টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে। আপনে নিশ্চয় ট্রেনের সময়সূচী অনুসন্ধানের জন্য এসেছেন? আশা করি
এই সাইটে সকল ধরনের আপডেট খবর পেয়ে যাবেন। আমরা বাংলাদেশ রেলওয়ে থেকে সকল আপডেট তথ্য নিয়ে শেয়ার করার চেষ্টা করি। লালমনিরহাট টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী আপনার কাছে অতি প্রতি প্রয়োজনীয় বিষয়।
আপনে যদি লালমনিরহাট থেকে গাইবান্ধা যেতে চান তাহলে আপনাকে ট্রেনের মাধ্যমে যেতে হবে। কারন ট্রেনের মাধ্যমে গেলে ভাড়া অনেক কম লাগবে এবং সময়ও বাঁচবে। লালমনিরহাট টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী জানার জন্য দয়া করে পড়তে থাকেন। গাইবান্ধা টু লালমনিরহাট ট্রেনের 🔍সময়সূচী ও ভাড়ার তালিকা এখানেই পাবেন।
লালমনিরহাট টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী
লালমনিরহাট থেকে গাইবান্ধা যাওয়ার জন্য আপনে পাঁচটি ট্রেন পাবেন। তার মধ্যে তিনটি আন্ত:নগর যেমন লালমনি এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস এবং দুটি মেইল ট্রেন পাবেন যেমন পদ্মরাগ ও বগুড়া মেইল। এই গুলো ট্রেনের বিস্তারিত আলোচনা করা হল।
লালমনিরহাট টু গাইবান্ধা ট্রেনের ভাড়ার তালিকা বা টিকিটের মূল্য তালিকা।
লালমনিরহাট টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী সম্পর্কে উপরে ইতিমধ্যে জেনেছেন। এখন জানবেন ট্রেনের ভাড়া বা টিকিটের মূল্য তালিকা সম্পর্কে। আপনার নিরাপদ ভ্রমনের কথা চিন্তা করে নিচে ছকের মাধ্যমে লালমনিরহাট থেকে গাইবান্ধা ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হল।
মন্তব্য
আশা করি লালমনিরহাট টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে আপনারা ধারনা পেয়েছেন। আজকের এই পোস্ট থেকে আপনারা অনেক উপকৃত হবেন। যে সকল যাত্রীগন আন্ত;নগর ট্রেনের ভ্রমন করতে চান তাহারা দয়া করে নির্দিষ্ট সময়ে হাজির হবেন তাছাড়া আপনি ট্রেনটি মিস করতে পারেন। আর যে সকল যাত্রী মেইল ট্রেনে যাত্রা করিবেন তারা সাবধানে ভ্রমন করিবেন। এই সকল ট্রেনে অসাধু লোক বেশী দেখা যায়।
লালমনিরহাট টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট লিখতে পারেন। ট্রেন ভ্রমনের পূর্বে ট্রেনের টিকিট ক্রয় করা উচিত। কখনই থার্টপাটি লোকের কাছ থেকে টিকি ক্রয় করিবেন না। ট্রেন থেকে নামার পূর্বে আপনার প্রয়োজনীয় মালামল বা জিনিসপত্র হাতের কাছে রাখুন। আপনার যাত্রা শুভ ও নিরাপদ হউক। গাইবান্ধা টু লালমনিরহাট ট্রেনের 🔍সময়সূচী ও ভাড়ার তালিকা এখানেই পাবেন।
আপনাদের কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: লালমনি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ?
উত্তর: লালমনি এক্সপ্রেস ট্রেন মোট ১৯ টি স্টেশনে যাত্রা বিরতী দেয়। যেমন লালমনিরহাট, তিস্তা জংশন, কাউনিয়া, পীরগাছী, বামনডাঙ্গা, গাইবান্ধা, বোনার পাড়া, সোনাতলা, বগুড়া, সান্তাহার, নাটোর, আজিমনগর, বোড়াল ব্রিজ, উল্লা পাড়া, এস.এইচ.এম মুনসুর আলী, বঙ্গবন্ধু সেতু পূর্ব, টাঙ্গাইল, জযদেবপুর এবং ঢাকা।
প্রশ্ন: লালমনি এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন?
উত্তর: লালমনি এক্সপ্রেস ৭৫১ এবং ৭৫২ নং ট্রেনটি প্রতি শুক্রবার বন্ধ থাকে। অথ্যাৎ লামনিরহাট টু ঢাকা এবং ঢাকা টু লালমনিরহাট অভিমুখে ট্রেনটি প্রতি সপ্তাহে শুক্রবার বন্ধ থাকে।